শাহজালালে পিস্তল ও গুলিসহ আ’লীগ নেতা গ্রেফতার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ১:২৪ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
রোববার বিমানবন্দরে ঘোষণা ছাড়াই পিস্তল ও ৭ রাউন্ড গুলি নিয়ে প্রবেশ করেন তিনি।
গ্রেফতার মেহেদী মাসুদ চৌধুরী যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর আলম সিদ্দিকী বলেন, অস্ত্র নিয়ে প্রবেশ করলেও কোনো ধরনের ঘোষণা দেননি তিনি। পরবর্তীতে বিমানবন্দরের স্ক্যানিংয়ের সময় নিরাপত্তাকর্মীরা তার অস্ত্র সনাক্ত করেন।
তখন তিনি নিজেকে আওয়ামী লীগের থানা সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান বলে পরিচয় দেন। কিন্তু ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে মামলা দিয়ে বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান বিমানবন্দরের ওই কর্মকর্তা।