বড়লেখায় নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেত্রী রাহেনাকে বহিস্কার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৯, ৭:০০ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, বড়লেখা।।
মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে মৌলভীবাজার জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম হাসনাকে বহিস্কার করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মৌলভীবাজার জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম হাসনাকে দলীয় পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বড়লেেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বলেন, রাহেনা বেগম হাসনা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
সাংগঠনিক বিধি লঙ্ঘনের কারণে তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে।