বড়লেখায় ৬ জুয়াড়ি কারাগারে

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৯, ৪:৩৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, বড়লেখা।।
মৌলভীবাজারের বড়লেখায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কবিরা গ্রামের হারিছ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ৭জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আটককৃত জুয়াড়িরা হলেন- বাবুল মিয়া (৩০), শামীম মিয়া (২২), কটন আলী (৫০), কামাল (৩২), নান্নু মিয়া (২৮) ও মুজিব (৪৯)। তাদের বাড়ি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশারফ হোসেন ছয় জুয়াড়িকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে বলেন, শনিবার রাতে কবিরা গ্রামের হারিছ আলীর বাড়িতে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় বাড়ির মালিক হারিছ আলীসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। হারিছ আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।