প্রধানমন্ত্রীর দেয়া কম্পিউটার গ্রহণ করলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ৮:২৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত তহবিল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষে ২০১৮-১৯ অর্থ বছরে দেয়া ৫০ হাজার টাকা মূল্যের কম্পিউটারটি গ্রহণ করলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হুমেরজান গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বুয়েটের শিক্ষার্থী তাওরেম সানানু।
আজ (৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক এর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষা সহায়তা হিসাবে ৫০ হাজার টাকা মূল্যের কম্পিউটারটি গ্রহন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ৩য় বর্ষের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী তাওরেম সানানু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, শিক্ষার্থী তাওরেম সানানুর পিতা তাওরেম সোনামনি প্রমূখ।