বিয়ানীবাজারে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, শুরু হলো প্রচারণা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১:৩৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। বৃহস্পতিবার (আজ) দুপুরে সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান খান (নৌকা), জাকির হোসেন (আনারস), শামীম আহমদ (মোটর সাইকেল), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), আবুল হাসনাত (দোয়াত কলম), আলকাছ আলী ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ খছরুল হক খছরু চশমা, জামাল হোসেন তালা, বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকসানা বেগম লিমা ফুটবল প্রতীক পেয়েছেন।
প্রতীক হাতে পেয়ে বৃষ্টিবাদল উপেক্ষা করে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।