গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালত: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) অভিযানকালে ৩টি প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় বনফুল এন্ড কোম্পানিকে অনুমোদনবিহীন পণ্য ও এমআরপি (মুল্য) না থাকায় ৬ হাজার টাকা, সাহিদা কনফেকশনারিকে একই অপরাধে ২ হাজার টাকা ও আল-মদিনা রেস্টুরেন্টকে নিষিদ্ধ ক্যামিকেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।