মিরের ময়দান থেকে ২ চাঁদাবাজ গ্রেফতার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেট নগরীর মিরের ময়দান থেকে চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক হাদিউল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃত দুইজন হলেন মোঃ কামরুল হোসেন (২৫) ও অনিক কুমার দেব (২৮)। তারা দুজনই সিলেট নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত ছিল বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।