বিসিএলের হাইভোল্টেজ ম্যাচ শুক্রবার।। এ্যারাইভেলসের মুখোমুখি নর্থ-সাউথ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৪:৪৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লিগের (বিসিএল) হাইভোল্টেজ ম্যাচ আগামীকাল সকাল সাড়ে ১০টায় এমএজি ওসমানী স্টেডিয়াম সুপাতলা মাঠে অনুষ্টিত হবে।
এ গ্রুপের ডু অর ডাই ম্যাচে এ্যারাইভেলস্ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ নর্থ-সাউথ স্পোর্টিং ক্লাব, আষ্টাসাঙ্গন।
এ্যারাইভেলস্ স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রথম বিভাগের যে সকল অতিথি ক্রিকেটাররা খেলায় অংশ নিবেন বলে ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন তারা হলেন, ঢাকা প্রথম বিভাগের ২য় টপ স্কোরার রেপিডো ফাউন্ডেশনের অলরাউন্ডার ইসলাম রানা, ঢাকা ইনডেক্স ক্রিকেট
একাডেমীর অলরাউন্ডার জহিরুল ইসলাম জেমস, ঢাকা সিটি ক্লাবের আলী রেজা আরিফ ও ঢাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহনাজ আহমেদ।
নর্থ-সাউথ স্পোর্টিং ক্লাব, আষ্টাসাঙ্গন হয়ে যে সকল অতিথি ক্রিকেটাররা খেলায় অংশ নিবেন বলে ক্লাবের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান জানিয়েছেন তারা হলেন ঢাকা প্রথম বিভাগ ব্রাদার্স ইউনিয়নের অলরাউন্ডার রুবেল চ্যাম,
ঢাকা ২য় বিভাগের বারিধারা ক্রিকেট ক্লাবের অলরাউন্ডার রাজিব, ঢাকা ২য় বিভাগের গুলশান ইয়ূথ ক্লাবের অলরাউন্ডার সম্রাট ও বড়লেখা জুনিয়র ক্রিকেট ক্লাবের উইকেট রক্ষক ব্যাটসম্যান জাফর।