ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন খছরুল হক খছরু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৪৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি খছরুল হক খছরু।
সোমবার (আজ) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শিল্পপতি আবুল হোসেন, মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বর্তমান সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাব, আ’লীগ নেতা নোমান আহমদ, কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমদ প্রমুখ।
মনোনয়ন জমা শেষে গণমাধ্যম কর্মীদের কাছে খছরুল হক বলেন, জনগণের কল্যাণে কাজ করার লক্ষে জনপ্রতিনিধি হতে চাই। এজন্য আমি সবার কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করছি।