গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন: চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন এডভোকেট ইকবাল চৌধুরী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৩৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ জেলা সদস্য ও গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সোহেল আহমদ ছায়েল প্রমুখ।
প্রসঙ্গত, এ উপজেলায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।