গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জে হিলালপুর চকপাড়ায় এক তরুণীকে (২০) অপহরণ করে ধর্ষণকারী যুবক আলাল হোসেন (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোর ৫টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আলাল হোসেন লক্ষীপাশা ইউনিয়নের বাউসি গ্রামের মুছব্বির আলীর ছেলে।
আলাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সহযোগীদের নিয়ে আলাল হোসেন এক তরুণীকে অপহরণ করে। পরে একাধিক স্থানে নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে আলাল। শুক্রবার সন্ধ্যার পর সে ওই তরুণীকে ছেড়ে দেয়। পরে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।