Monday, 23 September, 2019 খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ |
সিলেটে মাইকিং করে গণপিটুনি, সন্ত্রাসী নিহত

সিলেট: সিলেট নগরীর বনকলাপাড়ায় মাইকিংয়ের মাধ্যমে লোক জড়ো করে  গণপিটুনির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় গোলপামিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।নিহতের নাম দুদু মিয়া (৩৮)। সে বনকলাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়া দীর্ঘদিন ধরে বনকলাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি সে জেল খেটেও এসেছে।

বুধবার রাতে সে দা নিয়ে নিয়ে স্থানীয় সাদিয়া টেলিকম নামে একটি দোকানে এক লোককে মারতে গেলে তখন স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ডাকাত এসেছে বলে মাইকিং করেন। পরে তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন জানান- ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। নিহত দুদু মিয়ার হাতে দেশীয় একটি দা পাওয়া গেছে বলে জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, দুদু মিয়া কিছু দিন আগে কারাগার থেকে বের হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বুধবার রাতে এলাকায় গেলে মাইকিং করে গণপিটুনির ঘটনায় সে নিহত হয়েছে।

তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Developed by :