এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, হাইটেক পার্কের প্রকল্প পরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী ও সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসসহ আইসিটি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের ২০তম কিলোমিটার প্রকল্পটির অবস্থান। সড়কটির বর্ণি গ্রামের পূর্ব পাশে খলিতাজুড়ি বিলের পাশে অধিগ্রহণ করা ১৬২ একর ভূমিতে এ প্রকল্পের কাজ চলছে। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির তত্বাবধানে নির্মিত হচ্ছে খনিজ সম্পদ ও পর্যটনে সমৃদ্ধ কোম্পানীগঞ্জে গড়ে তোলা হচ্ছে এ ইলেকট্রনিক সিটি। সারাদেশে ১০টি ইলেকট্রনিক সিটি নির্মাণের আওতায় নির্মিত হচ্ছে এ সিটি।