Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




গাঁজাসহ মসজিদ কমিটির সভাপতি গ্রেফতার

গ্রেফতার মনসের আলী। ছবি: সংগৃহীত
বগুড়া: বগুড়ায় আধা কেজি গাঁজাসহ মসজিদ কমিটির সভাপতি মনসের আলীকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গভীর রাতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মনসের আলী (৫৮) বগুড়া সদরের ছোট সরলপুর গ্রামের মৃত ইছির আলীর ছেলে। তিনি ছোট সরলপুর গ্রামের পাইকড়তলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বার্তা২৪.কমকে জানান, মনসের আলী পেশায় সিএনজি অটোরিকশা চালক। মসজিদ কমিটির সভাপতির পরিচয়ে এলাকায় তার সুনাম রয়েছে। এই সুনাম কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে তার বাড়িতে বিক্রির উদ্দেশে গাঁজা আনা হয়েছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মনসের আলীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় স্থানীয় লোকজন পুলিশের ওপর ক্ষুব্ধ হয় এবং কেউ বিশ্বাস করতে চায় না মনসের গাঁজার ব্যবসা করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার ঘর তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় উপস্থিত জনগণ মনসের আলীকে ধিক্কার জানান এবং তাকে পুলিশের হাতে তুলে দেন বলে এসআই আব্দুর রহিম জানান।

গ্রেফতারকৃত মনসের আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৫৭।

 

Developed by :