Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




শাহবাজপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে ডা. আব্দুছ ছালামের বৃত্তি প্রদান

বিয়ানীবাজারবার্তা২৪.কম।। বড়লেখা উপজেলার শাহবাজপুর গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রতিবছর ১০জন গরীব মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করছেন ডা. আব্দুছ ছালাম। সুবিধাবঞ্চিত নারীদের পড়ালেখায় উৎসাহীত করতে তিনি গত প্রায় ১০ বছর থেকে মহতি এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

রোববার (আজ) শাহবাজপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের বৃত্তি প্রদান করা হয়। এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও দু’শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।

এদিকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন উপপরিচালক ডা. আব্দুছ ছালাম, ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জোবায়ের লিটন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি রফিক আহমদ প্রমুখ।

 

Developed by :