ফখরুল ইসলাম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ঘরাণার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদ। ‘আর নয় স্বপ্ন-সময় এখন স্বপ্ন বাস্তবায়ন করার/সবাই মিলে প্রাণের বিয়ানীবাজার গড়ার’ স্লোগান নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্লিন ইমেজের এ রাজনীতিক মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
তরুণ প্রজন্মের কাছে তিনি খুব একটা পরিচিত না হলেও একজন উদীয়মান সমাজকর্মী হিসেবে তাঁর নামডাক রয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি ১০টি অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেছেন। বিজয়ী হলে তা দ্রুত বাস্তবায়ন করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে শামীম আহমেদের বাড়ি দক্ষিণে হওয়ায় হয়তো তিনি আঞ্চলিক ইস্যুতে ভোট পেতে পারেন। তাছাড়া বিএনপির বৃহৎ একটি অংশ মোটর সাইকেল প্রতীকের শামীম আহমেদকে সমর্থন দিয়েছে। এরপর থেকে প্রতি এলাকায় গড়ে উঠেছে কর্মীবাহিনী। ভোটের কালো রাত হিসেবে পরিচিত রোববার পড়ন্ত বিকেলে হয়তো জামায়াতে ইসলামীও শামীম আহমেদকে সমর্থন দিতে পারে। এমন সম্ভাবনা মোটেও উড়িয়ে দেওয়া যায়না।
যুক্তরাজ্য প্রবাসী সাবেক এ ছাত্রনেতা ব্যক্তিগতভাবে ধনাঢ্য হওয়ায় প্রচারণায় তিনি মোটেও পিছিয়ে নেই। ধারণা করা হচ্ছে, প্রত্যেক সেন্টারে মোটর সাইকেল প্রতীকে সম্মানজনক ভোট পড়বে। এজন্য বলা যেতে পারে, ব্যাটে বলে মিল হলে শামীম আহমেদও বাউন্ডারি হাকাতে পারেন।
অপরদিকে শামীম আহমেদ তাঁর ঘোষিত অঙ্গীকারে উল্লেখ করেছেন, ‘আমরা অনেক স্বপ্ন দেখেছি, এখন এই স্বপ্নগুলো বাবায়ন করার পালা। শুধু আশা নয়, বাস্তবমুখী পরিকল্পনা নিয়েই এলাকার উন্নয়নের লক্ষ্যে আপনাদের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করছি।’
তিনি লিখেছেন, ‘আসছে ১৮ তারিখ আপনাদের মুল্যবান ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই স্বপ্নগুলো বাস্তবায়নের কাজ শুরু করবো।
বিয়ানীবাজার উপজেলাবাসীকে সম্মান জানিয়ে তিনি উল্লেখ করেন, আমার রাজনীতি জনগণের রাজনীতি, আমার রাজনীতি উন্নয়নের রাজনীতি, আমার রাজনীতি স্বপ্ন বাস্তবায়নের রাজনীতি। একটি আধুনিক, গতিময় এবং প্রগতিশীল উপজেলা গড়ে তুলতে আমার অঙ্গীকার:
১. মেরামতের অভাবে উপজেলার চলার অনুপযোগী সড়কগুলো জরুরী ভিত্তিতে মেরামত করার উদ্যোগ নেয়া। ২. অপরাধ ও মাদকের বিস্তাররোধে নিরন্তর জনসচেতনতামূলক, সৃজনশীল উন্নয়ন কার্যক্রম।
৩. প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার প্রবাসীদের সুবিধার্তে উপজেলা শহরে একটি প্রবাসী তথ্য ও পরামর্শ কেন্দ্র চালু করা। ৪. উপজেলার বিভিন্নস্থানে প্রাথমিক পর্যায়ে চারটি এবং পরবর্তীতে ইউনিয়নভিত্তিক একটি করে আধুনিক কম্পিউটার ল্যাব গড়ে তোলা। প্রয়োজনে দেশি-বিদেশী স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নেয়া (প্রকল্পটি ইতিমধ্যে একটি বিদেশী সংস্থার কাছে বিবেচনাধীন)।
৫. যুবসমাজের মধ্যে মেধা ও মনন চর্চা সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নভিত্তিক যুব উন্নয়ন সংগঠন গড়ে তোলা। ৬. প্রবীণদের সময় কাটানোর একমাত্র অবলম্বন উপজেলার ঐতিহ্যবাহী স্থানীয় বাজারগুলি আজ বিলুপ্ত প্রায়। ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে গ্রামকেন্দ্রিক এই বাজারগুলি পুনর্জীবিত করার সঠিক পদক্ষেপ নেয়া।
৭. উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুপ্র্রাণিত করতে উপজেলাকেন্দ্রিক বাৎসরিক আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। ৮. উপজেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য নারী উদ্যোক্তা হস্তশিল্পীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এবং তাদের কাজের সঠিক মূল্যায়ন ও তৈরীকৃত পণ্য বাজারজাতকরণ করার উদ্দেশ্যে উপজেলা কেন্দ্রিক একটি নারী সমবায় সমিতি ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা।
৯. রাস্তা-ঘাটের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন, এলাকাবাসীর নিরাপত্তা বাড়াতে পরিবেশবান্ধব সড়ক বাতি স্থাপন। ১০. বিয়ানীবাজার সরকারি হাসপাতাল আধুনিকায়ন করার উদ্যোগ নেয়া এবং পূর্ণাঙ্গ জরুরী বিভাগ চালু করা।
শামীম আহমেদ তাঁর অঙ্গীকারের শেষ প্যারায় লিখেন, ‘এটি কোন নির্বাচনী ইশতেহার নয়, এটি হচ্ছে আপনাদের প্রতি আমার অঙ্গীকার। কোন কারণবশত: এই অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াবো।