বিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
বিদেশি মুদ্রার (ডলার/রিয়াল) প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শুক্রবার (১৫ মার্চ) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।