সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম:: বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. এমাদ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ জোহর (বেলা ২:১৫ মিনিট) দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে।
নিখাদ দেশপ্রেমিক এ সমাজসেবীর জানাজার নামাজে শরিক হন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কবির খান, দাসউরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিছবাহ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ইসলাম উদ্দিন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, আব্দুল হান্নান, রমিজ উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতে ইসলামী নেতা মো. এখলাছ উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতা আশরাফ উদ্দিন আবুল, তিলপাড়া ইউপি সদস্য হোসেন আহমদ ও খায়রুল ইসলাম প্রমুখ।
পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা গভর্নিংবডির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. এমাদ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।
এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।