তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র নতুন কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় লন্ডনের বেথনাল গ্রীন রোডের একটি হলরুমে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর কবির হোসেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ পুননির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সহ সভাপতি এমদাদুল হক নেওয়াজ, আব্দুল মান্নান, আব্দুল মুকিত ইসলাম ও মুসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম আল হাবিব ও আশিক রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ, যুগ্ম কোষাধ্যক্ষ ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান আলী, দপ্তর সম্পাদক মো. তারেক আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. লোকমান আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেদওয়ান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ।
এছাড়া কার্যকরি কমিটির সদস্যরা হলেন, প্রতিষ্ঠাতা সভাপতি মামুন রশীদ, মোঃ ছাদ উদ্দিন, আলতাফ হোসেন, কবির হোসেন ও নাহিদুর রহমান।
এ সংক্রান্ত আরো পড়ুন
তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র বিজিএম ও কাউন্সিল অনুষ্ঠিত