তিলপাড়া ইউনিয়ন ট্রাস্ট ইউকে’র সভা, চিকিৎসায় ৫০ হাজার টাকা প্রদান

বিয়ানীবাজারবার্তা২৪.কম
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবগঠিত কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত সভায় কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
ট্রাস্টের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি এমদাদুল হক নেওয়াজ ও শাহাজান আহমদ মন্নান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ, যুগ্ম কোষাধ্যক্ষ ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, দপ্তর সম্পাদক মো. তারেক আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. লোকমান আহমদ, কার্যকরি কমিটির সদস্য আলতাফ হোসেন, কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।
সভায় ট্রাস্টের কার্যক্রম আরো গতিশীল করতে সবাই ঐক্যমত পোষণ করেন। এছাড়া বিগত সময়ে গৃহিত শিক্ষা প্রকল্পের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি নতুন করে গৃহ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া বিয়ে, চিকিৎসা ও অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানোর কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত হয়।
সভায় চান্দলা গ্রামের নজিব আলীর বিবাহিত কন্যা, অসুস্থ পাকি বেগমের সুচিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকার তহবিল সংগ্রহ করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) অসুস্থ মহিলার পুত্র আল আমিনের হাতে ঐ ৫০ হাজার টাকার চেক তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আতিকুর রহমান তুয়াব।
এছাড়া শিগগির একটি আধা-পাকা ঘর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।