বিয়ানীবাজারে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম:: বিয়ানীবাজার উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাবেক ছাত্রনেতা মো. ফাহিম শাকিল অপুকে আহ্বায়ক ও এম.এ. হাছনাত তপাদার জামিলকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ নবগঠিত কমিটিতে স্বাক্ষর করেন।
পরে নগরীর হোটেল সুপ্রিমে আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে জেলা কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক রুহেল, অর্থ সম্পাদক আফসার শহীদ চৌধুরী সায়েম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান চৌধুরী, নিক্সন আহমদ প্রমুখ।
এ সময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।