যুক্তরাজ্য প্রবাসী শরিফ আহমদের পিতার ইন্তেকাল, তিলপাড়া ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি শরিফ আহমদের পিতা আব্দুর রহমান মদাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার রাতে তিলপাড়া ইউনিয়নের সানেশ্বর নয়াবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা দু’টায় সানেশ্বর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, যুক্তরাজ্য প্রবাসী শরিফ আহমদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।