সাংবাদিক তোফায়েল আহমদের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম:: বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সাংবাদিক তোফায়েল আহমদের পিতা আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত ভোর ৫ টায় তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক তোফায়েল আহমদের পিতা সমাজহিতৈষী আব্দুল আজিজ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুম’আ বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সিনিয়র সাংবাদিক এম. হাসানুল হক উজ্জ্বল, মিলাদ মো. জয়নুল ইসলাম, সুয়াইবুর রহমান স্বপন প্রমুখ।