যুক্তরাজ্য প্রবাসী শাহানুর খানের মাতৃবিয়োগ।। জালালাবাদ এসোসিয়েশনের শোক
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য শাহানুর খানের গর্ভধারিণী আম্মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (০৭ সেপ্টেম্বর) বিকালে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কমিউনিটি নেতা ও ব্যবসায়ী শাহানুর খানের আম্মার মৃত্যুতে যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন, এই প্রার্থনা করেন নেতৃবৃন্দ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মামুন রশীদ, সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।




