তিলপাড়া ইউনিয়ন ট্রাস্ট ইউকে’র উদ্যোগ: পাকাঘর পেলেন কৃষক আব্দুল মালিক
বিয়ানীবাজারবার্তা২৪.কম
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
আব্দুল মালিকের নবনির্মিত পাকাঘর
বিশেষ রিপোর্ট: বিয়ানীবাজারের হতদরিদ্র এক কৃষকের জরাজীর্ণ কাচা বসতঘর ভেঙ্গে নতুন পাকাঘর নির্মাণ করা হয়েছে। এতে মাথা গুজার ঠাঁই হয়েছে কৃষক দম্পতি ও তাদের স্কুল পড়ুয়া তিন শিশু সন্তানের। কিছুদিন আগেও বর্ষা মৌসুমে যে ঘরে পড়তো বৃষ্টির পানি কিংবা শীতে ঢুকতো দক্ষিণা শীতল বাতাস। এখন এসব সুদূর অতীত। নিজেদের নতুন পাকাঘর হওয়ায় আগামীতে এসব দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন তারা। বিগত কয়েক যুগের ভোগান্তির এসব চিত্র মন থেকে দূর হওয়ায় হঠাৎ মো. আব্দুল মালিকের মুখে রেখাপাত করলো হাসির ঝিলিক। সাথে সাথে মুখ বেয়ে গড়িয়ে পড়লো আনন্দ অশ্রু। দু’হাত তুলে আল্লাহর দরবারে আদায় করলেন শুকরিয়া। পাশাপাশি তিনি ঘর নির্মাণে আর্থিক অনুদান দাতাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল রোববার দুপুর ১২ টায় তিলপাড়া ইউনিয়রে উলুউরি গ্রামে গিয়ে দেখা যায় ষাটোর্ধ আব্দুল মালিকের নতুর ঘরে সাদা রঙ চকচক করছে। মানবতার নিদর্শন স্বরূপ ঘরটি নির্মাণ করে দিয়েছে তিলপাড়া ইউনিয়ন ওয়লফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে। আধা-পাকা এ ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।
নতুন পাকা ঘরের ভেতরে স্ত্রী’কে নিয়ে খোসগল্প করছেন আব্দুল মালিক। আর আনন্দে হৈ-হুল্লোড় করছে তাদের ৮ বছরের শিশুপুত্র, তাকে দমাতে ক্লান্ত দশম শ্রেণি পড়ুয়া বড় বোন। এ সময় সবাইকে অনেকটা ফুরফেরা মেজাজে দেখা যায়। বাড়িওয়ালা আব্দুল মালিকের অপর ১২ বছরের এক পুত্রসন্তান মুদি দোকানের কর্মচারী।

এদিকে, গতকাল নাম-ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এ ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিলপাড়া ইউনিয়ন ওয়লফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা জুবের আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর ও ট্রাস্টের কার্যকরী সদস্য মো. কবির হোসাইন।

নবনির্মিত পাকাঘরের উদ্বোধন শেষে মোনাজাত করছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক জুবের আহমদ ও ট্রাস্টি কাউন্সিলর কবির হোসাইনসহ মালিক দম্পতি ও নেতৃবৃন্দ।
এ সময় প্রবাসী এ দু’নেতা বলেন, আমরা লন্ডন থাকলেও প্রতিনিয়ত নাড়ির টান অনুভব করি। নিজের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের পিছিয়েপড়া স্বজনদের কথা ভুলিনি। তাঁরা আরো বলেন, আমরা এ ট্রাস্টের মাধ্যমে শিক্ষা ও মানবতার কল্যাণে কাজ করে যাবো। যারা পরিশ্রম করে গৃহনির্মাণ কাজ তদারকি করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান কমিউনিটি এ দু’নেতা। তাঁরা এলাকার উন্নয়নে অবদান রাখতে সকলের দোয়া কামনা করেন।
সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহামদ আজাদ এর পরিচালনায় নবনির্মিত পাকাঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মো. জয়নাল আবেদীন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাংবাদিক সাহেদ আহমদ, খোকন আহমদ, জয়নুল ইসলাম, মাহফুজ আহমদ প্রমুখ।




