নিউইয়র্কে মানবিক ডা. শিব্বির আহমদ সোহেল সংবর্ধিত
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
সংবর্ধিত অতিথি ডা. শিব্বির আহমদ সোহেল এর সাথে সংগঠনের নেতৃবৃন্দ
বিয়ানীবাজারবার্তা২৪.কম:: নিউইয়র্কের ওজনপার্কে বিশিষ্ট চিকিৎসক ডা. শিব্বির আহমদ সোহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত রবিবার বিয়ানীবাজার সমিতি ভবনে উষ্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউএসএ ।
সাবেক কৃতি ফুটবলার আব্দুল জলিলের সভাপতিত্বে ও তিলপাড়া ইউনিয়ন ট্রাস্টের সাধারণ সম্পাদক এটিএম তালহার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ময়নুল হক জাকির, জয়েন্ট সেক্রটারী শাহিন জলিল, বিশিষ্ট ব্যবসায়ী ও তিলপাড়া ইউনিয়ন ট্রাস্টের উপদেষ্টা নজিবুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা সিরাজুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এ বাতেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা বেলাল আহমদ ও আব্দুস শুক্কুর।
সভায় বক্তারা বলেন, মানবিক ডাঃ শিব্বির আহমদ সোহেল তিলপাড়া ইউনিয়নের কৃতিসন্তান হলেও তিনি পুরো বিয়ানীবাজারবাসীর গর্ব। চিকিৎসা পেশায় তার প্রতি মানুষের আস্থা রয়েছে। আন্তরিকতার সাথে তিনি রোগ নির্ণয় এবং স্বল্প পরিমাণে ওষুধ সাজেস্ট করেন।
এ কারণে এত অল্প সময়ে দেশে বিদেশে ডা. শিব্বিরের খ্যাতি ছড়িয়ে পড়েছে বলেও বক্তারা অভিমত প্রকাশ করেন।
বক্তারা ডা. শিব্বির আহমদের চিকিৎসা পেশায় সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ডা. শিব্বির আহমদ সোহেলকে নতুন প্রজন্মের দুই শিশু ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. শিব্বির আহমদ সোহেল বলেন, মানবতার কল্যাণে সুখ নিহিত। এজন্য আমি চিকিৎসা পেশার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করি।
তিনি বলেন, আমার চেম্বারে আসা রোগিদের রোগ নির্ণয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাই। প্রয়োজনে নানা ক্ষেত্রে সহযোগিতাও করি। ডা. সোহেল স্বল্প সময়ের মধ্যে প্রবাসে এমন সংবর্ধনা প্রদান করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্পোর্টস সেক্রেটারি জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম, আপ্যায়ন সম্পাদক সৌরভ আহমদ, ফাহিম, সাব্বির, রেজাউল, রমিজ আরিফ প্রমুখ ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিরুল ইসলাম ।





