তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ৮:১৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: এবার নিম্ন আয়ের দেড় শতাধিক মানুষের পাশে দাড়িয়েছে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে।
পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে রোববার (২৯ রমজান) বেলা দুইটায় গাংকুল নিউ মার্কেট প্রাঙ্গণে এ ট্রাস্টের পক্ষ থেকে উপকারভোগিদের মধ্যে ময়দা, সেমাই, আলু, পিয়াজ, তেল ও চিনি বিতরণ করা হয়।
ট্রাস্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান আলীর সভাপতিত্বে ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক রহমান সাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মুছলেহ উদ্দিন, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এখলাছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিন আবুল, ইউপি সদস্য হোসেন আহমদ, দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য জয়নাল আবেদিন, সমাজসেবী আব্দুস ছবুর।
অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ঈদ মোবারক জানিয়েছেন ট্রাস্টের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।