তিলপাড়া ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র মনোনয়ন ফরম বিতরণ ৬ জানুয়ারি
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিলর কবির হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটির অপর দুই সদস্য হলেন বিশিষ্ট সমাজসেবক সাদ উদ্দিন ও ফয়জুর রহমান।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৬-১৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়ন ফরম বিতরণ ও জমা, ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে মেম্বারশিপ ফরম গ্রহণ ও জমাদান করা যাবে। এসব তথ্য নিশ্চিত করেছেন কমিশন প্রধান কাউন্সিলর কবির হোসেন।
এদিকে, ট্রাস্টের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় কমিশনকে সর্বাত্মক সহযোগিতার জন্য ক্লাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র বিজিএম এন্ড কাউন্সিল আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।





