যুবলীগ নেতা জুয়েল হত্যা মামলায় কারাগারে
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৪, ৯:১০ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা মো. মাহবুব হোসেন জুয়েলকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ বুধবার (২০ নভেম্বর) দুপুরে ধৃত জুয়েলকে সিলেটের আদালতে পাঠালে তার আইনজীবী জামিন প্রার্থনা করেন। এতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এরআগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় সাদা পোশাকের একদল পুলিশ বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার থেকে তাকে আটক করে। তার বাড়ি কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, ময়নুল হত্যা মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় যুবলীগ নেতা জুয়েলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে বিয়ানীবাজার থানা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সময় পুলিশের গুলিতে নিহত হন ময়নুল ইসলাম (৪২)। এ ঘটনায় গত ২৬ আগস্ট বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শিরিন বেগম। ঐদিন মামলাটি থানায় প্রাথমিক তথ্যবিবরণী হিসেবে রেকর্ড হয়। ঐ মামলায় ২৮ জনের নামোল্লেখ এবং ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এতে ধৃত যুবলীগ নেতা মাহবুব হোসেন জুয়েল এর নাম না থাকলেও পুলিশ এ মামলায় তাকে গ্রেফতার করে।
জুয়েলকে হত্যা মামলায় গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা লক্ষ করা গেছে। এর মাধ্যমে বিয়ানীবাজারের রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি ভূলুণ্ঠিত হওয়ার আশংকা করেছেন অনেকেই। তারা তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।