কারাগারমুক্ত হলেন যুবলীগ নেতা কলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ
মো. কলিম উদ্দিন
স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা ও মানবাধিকার কর্মী মো. কলিম উদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন। রায়হান হত্যা মামলায় দীর্ঘ ২ মাস ২০ দিন কারাভোগের পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন।
এরআগে উচ্চ আদালত থেকে তিনি জামিন পান।
জানা যায়, রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার বড়ভাই মো. বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট ৩০ জনের নামোল্লেখসহ ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামী কলিম উদ্দিন।
এ মামলায় গত ০৪ অক্টোবর সন্ধ্যায় পৌর এলাকা থেকে সাদা পোশাকের একদল পুলিশ কলিম উদ্দিনকে গ্রেফতার করে। তিনি লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের পুত্র।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকেলে ছাত্র-জনতার বিয়ানীবাজার থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে প্রাণ বাচাতে থানার ভেতর থেকে গুলি করে পুলিশ। এতে তিন যুবক নিহত এবং অন্তত ১০জন গুলিবিদ্ধ হন।নিহতদের মধ্যে একজন হচ্ছেন রায়হান উদ্দিন (১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তবে রায়হান উদ্দিন দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় নিহত অপর দুজন হচ্ছেন, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিরপাড় এলাকার তারেক আহমদ (২৪) ও পৌরসভার পূর্ব নয়াগ্রাম এলাকার ময়নুল ইসলাম (৩২)।