‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী’
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ১১:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সম্প্রতি নিজ নির্বাচনী এলাকার (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা) বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালিন সময়ে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে দেশবাসীর ভূঁয়শী প্রশংসা কুঁড়ান ক্লিন ইমেজের রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ।
বয়োজ্যেষ্ঠ এ রাজনীতিবিদ এখনো মানুষের সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কর্মযজ্ঞে অবদান রাখতে চান। তারই ধারাবাহিকতায় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল বুধবার রাত ১১ টায় নিজ ফেসবুকে সময়োপযোগি একটি স্ট্যাটাস দেন নুরুল ইসলাম নাহিদ এমপি। এরপর থেকেই নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তাঁর লেখায় প্রায় এক হাজার লাইক, একশ’ ৭৮টি কমেন্ট এবং ৫৬ জন ফেসবুকবন্ধু লেখাটি শেয়ার করেন।
ফেসবুকে লেখা নুরুল ইসলাম নাহিদ এমপি’র স্ট্যাটাসটি ‘বিয়ানীবাজারবার্তা২৪.কম’র পাঠকদের জন্য হুবহূ প্রকাশ করা হলো–
‘গত প্রায় ৯ মাস ধরে মারাত্মক বন্যা এবং তার পরবর্তী ক্ষয়ক্ষতির প্রভাবে এখনো গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ বৃহত্তর সিলেট ও অন্যান্য অঞ্চলের মানুষ নানা সমস্যায় কষ্টে দিন কাটাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বহুমুখী সাহায্য ও কর্মসূচি মানুষকে সবরকম সমস্যা মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা যোগাচ্ছে। মানুষের জীবনমানও উন্নত হচ্ছে।
শুরু থেকে আজ পর্যন্ত আমি আমার এলাকায় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রায় সবটা সময়ই তৃণমূলের মানুষের মধ্যে কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বড়ো ও সকল এলাকার প্রধান রাস্তাগুলো ইতোমধ্যে মেরামত হয়েছে বা হচ্ছে।
গ্রামীন রাস্তার উন্নয়নের কাজ চলছে। নতুন রাস্তা উন্নয়ন কাজ চলমান। অনেক জায়গায় ঠিকাদারগণ কাজ করছে না বা গাফিলতি করছে। এজন্য কাজের সমস্যা হচ্ছে। দায়িত্বশীল প্রকৌশলী ও কর্মকর্তারা ভালো কাজ করার চেষ্টা করছেন। আমরা রাস্তা উন্নয়নসহ সব ধরনের সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় দরিদ্র মানুষকে বিভিন্ন প্রকার সাহায্য দেয়া হচ্ছে। বিনামূল্যে ছোট ও প্রান্তিক কৃষকদের বিভিন্ন সময়ের উপযুক্ত বীজ ও সার নিয়মিত বিতরণ করা হচ্ছে।
দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত বিনামূল্যে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। তালিকাভুক্ত মানুষের মধ্যে কম মূল্যে জরুরি খাদ্য নিয়মিত বিতরণ করা হচ্ছে।
এসকল কাজে আমিও নেতাকর্মীদের সাথে নিয়ে সহযোগিতা করছি।
আমি সংসদ সদস্য হওয়ার পর থেকেই প্রতি মাসে দুই উপজেলায় দুই দিন সকল ধরনের সাধারণ মানুষের সাথে গণসাক্ষাৎ করে আসছি। তাঁদের কথা শুনার জন্য আমি এই গণসাক্ষাৎ কর্মসূচি শুরু করেছিলাম। আজও তা অব্যাহত রেখেছি। শত শত সাধারণ মানুষ তাদের কথা বলতে আসেন। অনেকে গোপানভাবে তাঁদের কথা বলতে চান। মানুষের সাথে আমার এই গণসাক্ষাৎ কর্মসূচি এক অবিচ্ছেদ্য সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে।
আমি মানুষের কর্মী। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ হাসিনার কর্মী।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।’