গোয়াইনঘাটে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিমের সহায়তা প্রদান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নয়াগ্রামে অর্ধশত অসহায়, দুঃস্থ পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৪৫ কেজি ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট উপকারভোগিদের হাতে তুলে দেন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সহসভাপতি ও তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম।
এ সময় সমাজসেবী আব্দুল আলিম বলেন, সমাজের পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। যারা প্রকৃত গরিব, তাদের খুজে বের করে সহায়তা করতে হবে। আমি বিয়ানীবাজার থেকে এখানে এসে সাধ্যমতো উপকারে আসার চেষ্টা করেছি। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া কামনা করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও ব্যাংক এশিয়া দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার ছাদেক আহমদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহজান মিয়া, মাদ্রাসা শিক্ষক আতিকুর রহমান, এলাকার সমাজসেবক জামাল আহমদ, স্কুল শিক্ষক আবু বকর, সাজু আলম প্রমুখ।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ২৫ কেজি চাল, পিয়াজ ৫ কেজি, আলু ৫ কেজি, চানা ৩ কেজি, মশুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার।
পরে দানশীল ব্যক্তিত্ব আব্দুল আলিম সিলেট সিটির খাদিমপাড়ায় এক পরিচিত ব্যক্তির বসতঘর নির্মাণের জন্য প্রাথমিকভাবে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।