ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস কাল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২২, ৭:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: আগামীকাল বৃহস্পতিবার ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস। ১৯৪৯ সালের এই দিনে বিয়ানীবাজার উপজেলার সানেশ্বর উলুউরি গ্রামের সুনাই নদীর তীরে পাকিস্তান ইপিআরের ছোড়া গুলিতে প্রাণ দেন স্থানীয় ৬ কৃষক রজনী দাস, ব্রজনাথ দাস চটই, প্রসন্ন কুমার দাস, পবিত্র কুমার দাস, অমূল্য কুমার দাস, কুটুমণি দাস।
ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ আন্দোলনের ৭৩তম দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে সকাল ১০টায় সানেশ্বরে স্থাপিত নানকার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ, বেলা ১১টায় আলোচনা সভা।
পরে নানকার কৃষক বিদ্রোহ আন্দোলনের পটভূমি নিয়ে আব্দুল ওয়াদুদ রচিত নাটক ‘বিদ্রোহী নানকার’ মঞ্চস্থ হবে। এসব কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ।