হেতিমগঞ্জে শ্রমিক লীগ নেতা মামুনুর রশীদ নুর স্মরণসভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৯, ১১:১৪ অপরাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মামুনুর রশীদ নুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বৃহত্তর হেতিমগঞ্জ সম্মিলিত নাগরিকবৃন্দের উদ্যোগে স্থানীয় প্রভাতী বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সোনার সভাপতিত্বে এবং শিক্ষক নেতা রিবলু মিয়া ও মাহবুবুর রহমান শিবলুর পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বদরুল ইসলাম শোয়েব।
বিশেষ অতিথি ছিলেন আতহারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তফা আনোয়ারুল মুমিন, গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, শিক্ষক নেতা সাহিদুল ইসলাম খান।
বক্তব্য রাখেন সিলেট জেলা তাতী লিগের সিনিয়র সদস্য কাওছার আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম পিনু, শুভ দেব, উপজেলা ছাত্রলীগ নেতা ফাহাদ আহমদ, সাহেদ আহমদ, মিতু রহমান, মারজান আহমদ প্রমুখ।
সভায় বক্তার বলেন, মামুনুর রশীদ নুর নিজের সমাজ সেবামুলক কাজের মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে আজীবন থাকবেন। সবাই নুর সাহেবের রুহেত মাগফেরাত কামনা করেন।
সভায় মামুনুর নুর সাহেবের বড় ছেলে রায়হানুর রশীদ দুলাল উনার বাবার জন্য দোয়া কামনা করেন।
পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি হয়।