বিমানের টয়লেটে ১২ কেজি সোনা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৯, ৫:৪৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে ১২ কেজি সোনা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। উদ্ধারকৃত সোনা ঢাকা কাস্টম হাউসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বলেন, দুবাই থেকে সোমবার সকালে ঢাকায় আসা বিমানের ফ্লাইট বিজি-১২৮ থেকে এনএসআইয়ের সহায়তায় ওই সোনা উদ্ধার করা হয়।
অথেলো চৌধুরী বলেন, বিমানের টয়লেটে আয়নার পেছনে টেপ মোড়ানো অবস্থায় লুকানো ছিল সোনাগুলো। টেপ খুলে মোট ১০৬টি সোনার বার পাওয়া গেছে, যার ওজন ১২ কেজি।
তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। কারা ওই সোনা সেখানে রেখে গেছে তা তারা তদন্ত করে দেখবেন।