বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ৬ ।। গুরুতর ৪জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ৮:১২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কে পাশাপাশি পৃথক দু’টিস্থানে সড়ক দুর্ঘটনায় ৬জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার-বারইগ্রাম অভ্যন্তরিণ মহাসড়কের জলঢুপ জামে মসজিদ সংলগ্ন অংশে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিক্সার চালকসহ ২ যাত্রি আহত হয়েছেন।
স্থানীয়রা সিএনজি অটোরিক্সার চালকসহ আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
অপরদিকে, রবিবার সকাল সাড়ে ১১টায় বিয়ানীবাজার-বারইগ্রাম অভ্যন্তরিণ মহাসড়কের জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন অংশে সিএনজি অটোরিক্সা- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সার চালকসহ ৪ যাত্রি আহত হন।
এদের মধ্যে আহত আহমেদ জুবায়েরকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং অন্য চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।