কাজে যোগ দিলেন মেয়র আতিকুল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ৭:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
মেয়র হিসেবে প্রথম দিনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগরভবনে যোগদান করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার বিকালে সংবাদ সম্মেলন করে মেয়র তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।