মিশিগান স্টেটে তিন দিনের কনসুলার সার্ভিসের উদ্বোধন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৯, ১১:০১ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
মিশিগানের ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে তিন দিন ব্যাপী ভ্রামমান কন্সল্যাট সার্ভিস গত শুক্রবার থেকে শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে কন্সল্যার জেনারেল আশাফাকুল নোমান ও দেওয়ান আশরাফের নেতৃত্বে ৪ সদস্য নিয়ে এই সেবা প্রদানের কাজ শুরু করেছেন।
উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন কমিউনিটির নেতা সৈয়দ ইকবাল হোসেন বকুল, বীরমুক্তিযোদ্ধা ইবাদুর রহমান,
আবুল হোসেন বাঙ্গালী, আব্দুল কাইয়ুম, বাহারুল হক, সেলিম আহমদ, হারুন আহমদ, নুরুল ইসলাম বাঙ্গালী, খলকুর রহমান, তাহের লুৎফুর, নাসির আহমদ, নুরুজ্জামান এখলাছ, এনাম উদ্দিন, সালেহ আহমদ, হারুন মিয়া, সৈয়দ মোশাররফ হোসেন লিটু, তারেক আহমদ চৌধুরী, বদরুল আলম, সাবুল হোসেন, শাহাদত হোসেন মিন্টু, মোহাম্মদ হক, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বাবুল আহমদ বাচ্চু, খাজা শাহাব আহমদ, মাসুদ চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ,
ধর্ম সম্পাদক শাহিদ মামুন, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেক আহমদ, সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ, যুগ্ম সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, প্রচার সম্পাদক তাহমিদ খাঁন, দপ্তর সম্পাদক মকুল খাঁন, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন, সদস্য ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, ফাহমিদ আহমদ।
উদ্বোধনী অনুষ্টান শেষে কন্সল্যাট সেবা প্রদান শুরু হয়েছে। মিশিগানে বসবাসরত বাংলাদেশী নাগরিক অত্যন্ত সুন্দর ভাবে এ সেবা নিচ্ছেন। তিন দিনব্যাপী এ সেবা শনিবার ওয়ারেনের রয়েল বেঙ্গল রেষ্টুরেন্টে ও রবিবার হেমট্রামিক সিটির আলাদীন রেষ্টুরেন্টে সকাল ১০ থেকে বিকাল ৫ ঘঠিকা পর্যন্ত চলবে।
সম্পূর্ন ফ্রি এ সেবা প্রদান শুরু করতে পেরে মিশিগান মহানগর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ মিশিগান বসবাসরত বাংলাদেশী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।