বিমানে হাতব্যাগে নেয়া যাবে না যেসব জিনিস

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৯, ৬:০৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।।
বিমানে ভ্রমণের সময় হাতব্যাগে করে কিছু জিনিস নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বোর্ডিং পাসের সময় বড় সুটকেসে এই জিনিসগুলো আপনি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বহন করার জন্য দিয়ে দিতে পারবেন। বিমানের কেবিনে বহনকৃত ব্যাগে যেসব জিনিস নেয়া যাবে না সেগুলো হলো:
মেশিনগান, পিস্তল, নেইল কাটার, রশি, ব্লেড, মাছ, মাংস, পেন্সিল ব্যাটারি, বাটাল, ম্যাচ বাক্স, প্লাস, লাইটার, কাচি, ছুরি, সুঁই-সিরিঞ্জ, স্ক্রু ড্রাইভার, কাঁটা চামচ, মরিচের গুড়া, সেভিং ফোম, ক্রিকেট ব্যাট ও অ্যারোসেল।