সুলতান মনসুর ‘গণশত্রুতে’ পরিণত হবেন: রিজভী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ৩:০৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে সুলতান মো. মনসুর রাজনৈতিক ছলনা ও অঙ্গীকার ভঙ্গের জন্য ‘গণশত্রুতে’ পরিণত হবেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে সুলতান মনসুরকে শপথবাক্য পাঠ করান।
পরে বিএনপির সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ বিষয়ে রিজভীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে কথা গণফোরাম আগেই জানিয়েছে।
রিজভী বলেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে, রাজনীতিতে ছলনা ও অঙ্গীকার ভঙ্গের জন্য এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, অধ্যাপিকা সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামে নাম লিখিয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর। বিএনপি ও ঐক্যফ্রন্ট ওই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সংসদে না যাওয়ার ঘোষণা দিলেও তা না মেনে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিনি।