ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় মহানগর শ্রমিকলীগের দোয়া মাহফিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গুরুতর অসুস্থ হওয়ায় তার দ্রুত রোগমুক্তি কামনায় মহানগর শ্রমিকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর এ দোয়া মাহফিল হয়।
দোয়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগ সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম,
সাবেক ছাত্রনেতা রাহাত তরফদার, ইয়াছিন আহমদ সুমন, হকার্স লীগ নেতা আতিয়ার রহমান মকসুদ সহ শ্রমিকলীগ, হকার্সলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।