ফতেহপুরকে হারিয়ে সেমিতে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ৭:২৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফতেহপুর ক্রিকেট ক্লাবকে ৩০ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ।
আজ সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের দলীয় অধিনায়ক শাহেদ আহমদ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে রানের পাহাড় গড়ে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ,প্রতিপক্ষকে টার্গেট দেয় ২০২ রানের।
বঙ্গবন্ধুর রাসু ৩৮ বলে ৬৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। রাসু মাহবুবদের ঝড়ো ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেননি রেজা বাবলুদের মত বোলাররা।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজেল ও অতিথি ক্রিকেটার সুমনের ব্যাটে এগুতে থাকে ফতেহপুর ক্রিকেট ক্লাব। তবে সুমনের বিদায়ে অনেকটা পিছিয়ে পড়ে দলটি। নাহিদকে সাথে নিয়ে সফল হতে পারেননি রাজেল, তবে নাহিদ একা লড়ে গেছেন ৩২ বলে ৬৪ রানের এক ইনিংস খেলেন এই মারকুটে ব্যাটসম্যান।
তবে ম্যাচের শেষ সময় পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেননি নাহিদ হাসান। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৭২ রানে সবকটি উইকেট হারায় ফতেহপুর ক্রিকেট ক্লাব। ফলে বিসিএলের দ্বিতীয় আসরকে বিদায় জানায় এবারের আসরে হট ফেভারিট ফতেহপুর ক্রিকেট ক্লাব।
ম্যান অব দ্যা ম্যাচ রাসু, মোস্ট এক্সাইটিং প্লেয়ার মোস্তাক, ওভার সিক্স নাহিদ হাসান, ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস মাহবুব সেরা দর্শক কাওসার আহমদ।