ওবায়দুল কাদেরকে নেয়া হচ্ছে সিঙ্গাপুর, শয্যাপাশে দেবী শেঠি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ৩:০০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ‘জীবন শঙ্কায়’ থাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তার সিদ্ধান্তে কাদেরকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে।
ভারতের এই কার্ডিওলজিস্ট সোমবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে থাকা সেতুমন্ত্রীর শয্যাপাশে যান।
এসময় তার সঙ্গে ছিলেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। পাশাপাশি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসক দলও দেবী শেঠির সঙ্গে ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
বিএসএমএমইউ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, ওবায়দুল কাদেরকে দেখে মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ডা. দেবী শেঠি। সেই বৈঠকেই ওবায়দুল কাদেরের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি বিদেশ নেয়ার মত শারীরিক স্থিতিশীলতা থাকায় এক ঘন্টার মধ্যে তাকে বিদেশ নেয়া হচ্ছে।