বিসিএলে ইউনিটি ক্রিকেট একাডেমির চমক।। প্রথম আসরেই বাজিমাত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ৯:৫৮ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের কোয়ার্টার ফাইনালে মোল্লাপুর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া।
রোববার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোল্লাপুর ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক তায়েব আহমদ। নির্ধারিত ২০ ওভারের আগে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় মোল্লাপুরের ইনিংস।
মোল্লাপুরের অতিথি ব্যাটসম্যান নবিনের ৫১ ছাড়া আর কেউ তেমন একটা সুবিধা করতে পারেননি। ইউনিটির আমিনুল ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন।
১৪২ রানের রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেদি ও ইফতেখার আরিমের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে সেমিফাইনালে পৌছে যায় আসরে চমকসৃষ্টি করা ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া।
ম্যান অব দ্যা ম্যাচ মেহেদি,মোস্ট এক্সাইটিং আমিনুল,ওভার সিক্স তায়েফ,ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস আরিফ এবং সেরা দর্শক বাদশাহ।
উল্লেখ্য, আজ বিসিএলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আসরের হট ফেভারিট ফতেহপুর ক্রিকেট ক্লাব এবং বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ।