দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতা খুন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৯, ১০:৪১ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্থানীয় প্রতিবেশীর ছুরিকাঘাতে জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি খুন হয়েছেন।
শনিবার (০২ মার্চ) সেখানকার ক্রাইফনটেইন নামকস্থানে সকাল প্রায় ৮ টার সময় এ খুনের ঘটনা ঘটে। জহিরুলের দেশের বাড়ি শরিয়তপুর জেলার সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।
কেপটাউন থেকে ভিপি বাদল জানান, জহিরুলের সঙ্গে তার এক স্থানীয় প্রতিবেশীর ছিল। পূর্বেও তার সঙ্গে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন সকালে প্রতিবেশী মাতাল অবস্থায় জহিরুল ইসলামের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে।
একপর্যায় সে জহিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা এসে জহিরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাদল আরো জানান, তিনি ক্রাইফন্টেইনের ওই বাসায় একা থাকতেন। দীর্ঘ প্রায় এক যুগ ধরে জহিরুল ইসলাম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্যবসায় বানিজ্য করে আসছেন।
উল্লেখ্য, জহিরুল ইসলাম দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।