কেরানীগঞ্জে বিদ্যুতের সাব-স্টেশনে আগুন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১:০৩ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
কেরানীগঞ্জের নরুন্দি এলাকায় বিদ্যুতের একটি সাব-স্টেশনে আগুন লেগেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুতের সাব স্টেশনটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।