রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৫৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বানও জানানো হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটোভের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা ও সমর্থন চান। এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।
বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় রাশিয়া। ওষুধ শিল্পখাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।