মুক্তি পেলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মী জামিনে মুক্তি লাভ করেছেন। সোমবার রাতে তারা সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীরা হচ্ছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন রুহেল, জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন উস্তার, আব্দুল কাদির জিলা, সাইফুল ইসলাম ছোটন, জহিরুল ইসলাম তানিম, খায়রুল হক ছোটন, জিলা মিয়া মেম্বার, জামাল আহমদ, জুবের আহমদ মেম্বার, আল সালেহী পাপন, সনজির আহমদ, শেখ কয়েছ আহমদ, হক আমিন, শামীম, ফয়সল, সোহাগ।
এ সময় কারাফটকে মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাসলিম আহমদ নেহার, উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলওয়ার হোসেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া খান, উত্তর কুশিয়ারা ইউপির চেয়ারম্যান আহমেদ জিলু,
অর্থ সম্পাদক সৈয়দ বাচ্ছু, ছাদিকুর রহমান টিপু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এজে আহমদ জাবেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজ কুমার চক্রবর্তী লিটন, সহ সাংগঠনিক সম্পাদক টুটুল আহমদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম খান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহŸায়ক সৈয়দ তায়েফুজ্জামান প্রমুখ।