এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৪৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি রোববার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হবে। ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
সকালের পরীক্ষা হবে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে নিজেদের আসনে বসতে হবে।