বড়লেখায় উপজেলা নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন ৮ প্রার্থী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া ৮ প্রার্থী আপিলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
প্রার্থীতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন- ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা চৌধুরী, ফারহানা বেগম, নাজমা বেগম, হাজেরা বেগম ও মুন্না আক্তার মুন্নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জনের প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফেরাতে তারা আপিল করেন।
আপিলের পরিপ্রেক্ষিতে রোববার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই এবং যুক্তিতর্ক শেষে ৮ জনের বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।